রবিবার রাত থেকে ফের লকডাউন, গুয়াহাটির সর্বত্র উপচে পড়া ভিড়, নিয়ন্ত্রনহীন বাজারে আগুন

গুয়াহাটি, ২৮ জুন (হি.স.) : করোনার ব্যাপ্তির প্রতি লক্ষ্য থেকে আজ রবিবার ২৮ জুন রাত থেকে গুয়াহাটিতে ফের ১৪ দিনের জন্য বলবৎ হচ্ছে সম্পূর্ণ লকডাউন। তাই লকডাউনের আগে গুয়াহাটির সব বাজারে মানুষের ভিড় নজর কেড়েছে। গত শুক্রবার বিকেলে রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করার পর ওই দিন থেকে গতকাল এবং আজ একই পরিস্থিতি বিরাজ করছে গুয়াহাটি মহানগরের সর্বত্র।

এদিকে লকডাউনের অজুহাতে মহানগরের সব বাজারের শাক-সবজি থেকে শুরু করে মুদি সামগ্রীর মূল্য লাগামছাড়া হয়ে গেছে। বিপদাপন্ন ক্রেতারা অবশ্য কোনও প্রতিবাদ না করে বেলতলা, ফ্যানিসবাজার, পাণ্ডুবাজার, বামুনিমৈদাম ইত্যাদি বিভিন্ন  বাজার থেকে তাঁদের প্রয়োজনীয় সামগ্রী মজুত করতে লেগে গেছেন। বাজার থেকে বহু নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকালও দেখা দিয়েছে।

অসাধু ব্যবসায়ীরা সুযোগের অপব্যবহার করে আলু, পেঁয়াজ, ডাল, চাল. সবজি, মুদি সামগ্রী ইত্যাদির দাম তিনগুণ বাড়িয়ে দিয়েছে। বাজারে জিনিসপত্রের দাম আগুন। ঝিঙা, ঢ্যাঁড়শ, মিষ্টি কুমড়ো, শশার বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা প্রতি কেজি। গাজর ২০০  টাকা, আলু ৪০, পেঁয়াজ ৪০ টাকা প্রতি কেজি করে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে সরকারও লাগাম ধরার চেষ্টা করছে না বলে বাজারে খোলাখুলিই অভিযোগ তুলেছেন।

অভিযাগ উঠেছে, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধ করতে সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী ফণীভূষণ চৌধুরী, নীরব কামরূপ মহানগর প্রশাসনও। বলা হচ্ছে সরকারের প্রশাসসন যন্ত্রের অদৃশ্য ইশারায় কালোব্যাবসীরা বেপরোয়া হয়ে উঠেছে। লকডাউনের কবলে পড়ে শ্রমজীবী মানুষের আবার বন্ধ হয়ে যাবে উপার্জন। তাই এমন অনেক দিনমজুরকে দেখা গেছে, তারা বাজারে আগুন দেখে খালি হাতে ঘরমুখো হয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *