নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ কংগ্রেসের সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাজ্যেও সেলাম দিবস পালন করা হয়৷ এ উপলক্ষে সেবা দলের উদ্যোগে লিচুবাগান এ আর্মির শহীদ মিনারে সেলাম দিবস পালন করা হয়৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায় এবং বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতিদ্বয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷
সালাম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায় বলেন, চীন সীমান্তে ভারতীয় বীর সেনাদের যেভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷ চীনের আগ্রাসন নীতির বিরুদ্ধে ভারত সরকারকে কঠোর মনোভাব গ্রহণ করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন৷ এক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার তীব্র সমালোচনায় মুখর কোন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়৷ এই স্পর্শ কাতর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব কেন সে প্রশ্ণ তুলেছেন তিনি৷ ভারতের নরম মনোভাবের কারণেই একজন কর্নেল সহ ২০ জন বীর সেনাকে হারাতে হয়েছে বলে উল্লেখ করেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়৷ চীন সেনাবাহিনীর হাতে আর একজন ভারতীয় সেনাকেও যাতে প্রাণ দিতে না হয় সেজন্য ভারত সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি৷ এক্ষেত্রে কংগ্রেসের বিদেশ নীতি তুলে ধরে বলেন কংগ্রেস পরিচালিত সরকার কোনদিনই বিদেশী শক্তিকে প্রশ্রয় দেয়নি৷ কংগ্রেসের কাছে আগে হল দেশ ও দেশমাতৃকা৷
দেশ ও দেশ মাতৃকাকে রক্ষার জন্য যারা প্রাণ বিসর্জন দিচ্ছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালবাবু৷ এদিকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে সালাম দিবস পালন করা হয়৷ গোটা দেশজুড়ে এদিন কংগ্রেসের পক্ষ থেকে সালাম দিবস পালনের খবর মিলেছে৷