BRAKING NEWS

নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে যৌথবাহিনী-র জালে আগ্নেয়াস্ত্র সহ পাঁচ সক্রিয় জঙ্গি

কোহিমা / ইটানগর, ২৭ জুন (হি.স.) : নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে যৌথবাহিনী-র অভিযানে সাফল্য এসেছে। আগ্নেয়াস্ত্র সহ পাঁচ সক্রিয় জঙ্গিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। জানা গেছে, নাগাল্যান্ডে যৌথ বাহিনীর অভিযানে এনএসসিএন (কেএন)-এর সক্রিয় সদস্যকে জালে তোলা সম্ভব হয়েছে। তার কাছ থেকে ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে যৌথ বাহিনী। আত্মগোপনকারী জঙ্গি দলের সদস্যের উপস্থিতির সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এই সাফল্য মিলেছে বলে দাবি করেন অসম রাইফেলস-এর জনসংযোগ আধিকারিক লেফটেনান্ট কর্নেল সুমিত কে শর্মা।

এদিকে, অরুণাচল প্রদেশেও যৌথ বাহিনী বিরাট সাফল্য পেয়েছে। প্রদেশের সাংড়া এলাকা থেকে আলফা (স্বাধীন)-এর চার কট্টর ক্যাডারকে অস্ত্রশস্ত্র সহ যৌথ বাহিনী গ্রেফতার করেছে।

এ তথ্য দিতে গিয়ে অসম রাইফেলস-এর জনসংযোগ আধিকারিক আজ জানান, নাগাল্যান্ডের ডিমাপুর জেলায় তোলুভি এলাকায় এনএসসিএন (কেএন) সক্রিয় সদস্য রাজা পিয়ু জৈল সেমাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে তিনটি ম্ষাগাজিন সহ ৯ এমএম পিস্তল এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। তিনি বলেন, ধৃত জঙ্গিকে অস্ত্র সমেত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অসম রাইফেলস-এর ষষ্ঠ এবং নবম রেজিমেন্ট ও অসম পুলিশের যৌথ অভিযানে অরুণাচল প্রদেশের সাংড়া এলাকা থেকে আলফা-স্বাধীনের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অসম পুলিশ জানিয়েছে, উজান অসমের তিনসুকিয়া জেলার পেঙ্গেরি থানার নিউ কাঠালগুড়ি গ্রামের টিকসের মোরান ওরফে অর্জুন অসম (৩১), লখিমপুর জেলার ঢকুয়াখানার কাথারবাড়ি গ্রামের আলফা (স্বাধীন)-এর স্বঘোষিত সার্জেন্ট মেজর অরূপ দোওরা ওরফে অঞ্চন অসম (৩৬), তিনসুকিয়া জেলার মার্ঘেরিটা থানার অন্তর্গত খামানপথার গ্রামের সুরজিৎ দোওরা ওরফে খামন অসম (৩৪) এবং তিনসুকিয়া জেলার টাকুলিগাঁওয়ের জিন্টু অসম (২৬)-কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *