করোনা : নতুন আক্রান্ত ৩৬ জন, সুস্থ হওয়ার ক্ষেত্রে ত্রিপুরা দেশে দ্বিতীয় স্থানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ রাজ্যে নতুন করে ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার ট্যুইট করে এই ঘোষণা দেন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০২১ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এর মধ্যে ৩৪ জনের বহিঃরাজ্য ভ্রমণের ইতিহাস রয়েছে৷ বাকি দুইজন সংস্পর্শে করোনা সংক্রমিত হয়েছেন৷ এদিকে, করোনা সংক্রামিত রোগীদের সুস্থ হওয়ার ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে৷ ত্রিপুরায় কোভিড- ১৯ আক্রান্ত রােগীদের সুস্থ হওয়ার হার ৮১.৪৭ শতাংশ৷ প্রথম স্থানে রয়েছে মেঘালয়৷ তাদের সুস্থ হওয়ার হার ৮৯.৩৬ শতাংশ৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে করোনা-যুদ্ধে ত্রিপুরার সাফল্যের তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় বর্তমানে সক্রিয় করােনা ভাইরাস আক্রান্ত রােগী রয়েছেন ২৩২ জন৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় বর্তমানে প্রাতিষ্ঠানিক একান্তবাসে ৫৯৫ জন এবং গৃহে একান্তবাসে ৫,৯২২ জন রয়েছেন৷ তাঁর কথায়, এখন পর্যন্ত মােট ৬১,২০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাতে, মােট ৬০,১৬৪ নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে ১,২৯৫ জনের কোভিড-১৯ রিপাের্ট পজিটিভ এসেছে৷ করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ছুটি পেয়েছেন ১,০৫৫ জন৷ তিনি দৃঢ়তার সাথে জানান, আজ পর্যন্ত ত্রিপুরায় করােনা আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার হার ৮১.৪৭ শতাংশ৷


এদিকে, প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে ১৫,০৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী দাবি করেন৷ তাঁর আরও দাবি, আজকের দিনে ৯৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ আজ নমুনা পরীক্ষা চলছে ৮৫০ জনের৷ এদিকে, আজ ৩১ জন করােনা আক্রান্ত রােগী সুস্থ হওয়ার পর ছুটি পেয়েছেন বলে তিনি জানিয়েছেন৷ তিনি বলেন, বাধারঘাট স্পোর্টস বয়েজ হোস্টেল থেকে ১৭ জন, কুমারঘাট পি আর টি আই থেকে ৮ জন, বি এস এফ হাসপাতাল থেকে ৪ জন এবং আমবাসা পলিটেকনিক থেকে ২ জন করোনা আক্রান্ত সুস্থ হওয়ার পর ছুটি পেয়েছেন৷
এদিন শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি চেকপােষ্ট দিয়ে ৪৯৪ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ তার মধ্যে ১৮২ জন রয়েছেন ট্রাক ড্রাইভার, ৩২ জন রােগী এবং ৩০০ জন সাধারণ নাগরিক৷ আজ ১৪৫টি গাড়ি চুড়াইবাড়ি দিয়ে রাজ্যে প্রবেশ করেছে৷ এর মধ্যে ৪০টি ট্রাক ও ৩টি যাত্রীবাহী গাড়ি এসেছে হটস্পট এলাকা থেকে৷ তিনি বলেন, গতকাল যে ৩২ জন করােনা রােগী পাওয়া যায় তার মধ্যে খোয়াই জেলার ১৫ জন, দক্ষিণ জেলার ১০ জন, সিপাহীজলার ৪ জন, পশ্চিম, উত্তর ও ধলাই জেলার ১ জন করে রয়েছেন৷ তিনি জানান, আজ ২টি ট্রেনে দিল্লি থেকে ২৮৭ জন এবং চেন্নাই থেকে ৪৪০ জন যাত্রী ত্রিপুরায় এসেছেন৷ তাদের সকলের সােয়াব টেষ্ট করা হবে৷ এছাড়া ফিলিপিন্স থেকে রাজ্যের ১জন নাগরিক গুয়াহাটিতে এসেছেন৷ তাকে রাজ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *