নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ জুলাইয়ের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে এ-বিষয়ে সিবিএসই সহ অন্যান্য বোর্ডের গৃহীত পদক্ষেপ দেখে কমিটির বৈঠকে আলোচনাক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরায় এ বছর ৫০,২৬০ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে৷ তাতে পুরাতন সিলেবাসে জীব ও ভৌত বিজ্ঞানের পরীক্ষা বাকি রয়েছে৷ লকডাউনের জেরে ওই দুই পরীক্ষা অসমাপ্ত রয়ে গেছে৷
শিক্ষামন্ত্রীর কথায়, নতুন পাঠ্যক্রমে পরীক্ষা এবং উত্তরপত্র মূল্যায়ন সম্পন্ন হয়েছে৷ ফলে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ফলাফল ঘোষণার পরিকল্পনা শুরু করেছে৷ তিনি বলেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরিকল্পনা রয়েছে৷ সে-ক্ষেত্রে সিবিএসই এবং অন্যান্য বোর্ডের দিকে তাকিয়ে রয়েছি আমরা৷
তিনি এদিন জানান, মাধ্যমিকের পুরাতন পাঠ্যক্রমে দুটি পরীক্ষা বাকি৷ ৩০৯ জন ওই পরীক্ষা দেবেন৷ লকডাউনের কারণে ওই দুই পরীক্ষা অসমাপ্ত রয়েছে৷