BRAKING NEWS

জরুরি অবস্থা :কংগ্রেসের অমার্জনীয় পাপ, টুইটারে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ ১৯৭৫ সালে জরুরি অবস্থা ছিল কংগ্রেস-এর অমার্জনীয় পাপ৷ আজ টুইট বার্তায় কংগ্রেসকে এভাবেই বিঁধেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কার্যকালে ওই জরুরি অবস্থাকে গণতন্ত্রের কালো অধ্যায় বলে মন্তব্য করেছেন তিনি৷


আজ মুখ্যমন্ত্রী জরুরি অবস্থা-র ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে বলেন, জোর করে নির্বীজকরণে সারা দেশে এক ভয়ঙ্কর ত্রাসের তরঙ্গ তৈরি করেছিল কংগ্রেস৷ লক্ষ লক্ষ অসহায় মানুষকে জোর করে নির্বীজকরণ করা হয়েছিল৷ তাতে অনেকে প্রাণও হারিয়েছিলেন৷
এদিন তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, তৎকালীন কংগ্রেসি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে জরুরি অবস্থায় ১,৪০,০০০ মানুষ বিনা বিচারে গ্রেফতার হয়েছিলেন৷


মুখ্যমন্ত্রী আজ ১০৯৫-এর জরুরি অবস্থাকে কংগ্রেসের অমার্জনীয় পাপ বলে মন্তব্য করে বলেন, ঘোষণাপত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগেই জেপি নারায়ণ, মোরারজি দেশাই, এলকে আদবাণী এবং অটলবিহারী বাজপেয়ীর মতো জাতীয় স্তরের শীর্ষ নেতা সহ কয়েকশো নেতাকে রাতারাতি কারাবন্দি করা হয়েছিল৷ সমস্ত বড় বড় গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন আমলাতন্ত্র, পুলিশ, সংবাদ মাধ্যম এবং বিচার বিভাগকে কংগ্রেস সরকার ভেঙে চুরমার করে দিয়েছিল৷ তা কখনও ভুলানো যাবে না, ক্ষোভের সুরে বলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *