ত্রিপুরা থেকে ফের পরিযায়ী শ্রমিককে নিয়ে রওয়ানা হলো শ্রমিক ট্রেন, এবার ১,২৩৮ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ লামডিং-বদরপুর পাহাড় লাইন সচল হতেই আজ বুধবার জিরানিয়া রেলস্টেশন থেকে ১,২৩৮ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের উদ্দেশে রওয়ানা হয়েছে৷ এই ট্রেনে পশ্চিম জেলার ১,১৪২ জন, গোমতি জেলার ৯ জন, সিপাহিজলা জেলার ৭৮ জন, দক্ষিণ ত্রিপুরা জেলার ৯ জন পরিযায়ী শ্রমিক ছাড়াও তাদের পরিবারের ১৬৮ জন শিশু সহ মোট ১,৪০৬ জন রয়েছেন৷


এদিন স্টেশনে পরিযায়ী শ্রমিকদের জন্য ত্রিপুরা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, ঠাণ্ডা পানীয়, জলের বোতল ও মাস্ক দেওয়া হয়েছে৷ ট্রেনে ওঠার আগে প্রত্যেকেরই শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে৷ আজ দুপুর ১২টায় বিধায়ক সুশান্ত চৌধুরী, শ্রম দফতরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, শ্রম কমিশনার তাপস রায়, পশ্চিম জেলার সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট ধীরাজ দেববর্মা, জিরানিয়ার মহকুমাশাসক সুভাষ দত্ত পতাকা নাড়িয়ে ট্রেনের যাত্রার সূচনা করেন৷

প্রসঙ্গত, এই ট্রেনে খোয়াই, ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলা থেকেও আরও কিছু সংখ্যক পরিযায়ী শ্রমিক গিয়েছেন৷ তাঁরা সংশ্লিষ্ট জেলায় রেল স্টেশন থেকে ট্রেনে উঠেছেন৷
মূলত, সুপ্রিম কোর্টের নির্দেশে সংশ্লিষ্ট রাজ্যের খরচে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো হচ্ছে৷ তবে, ত্রিপুরা সরকার অনেক আগে থেকেই সরকারি খরচেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *