নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ রাজধানী আগরতলা শহরে পশ্চিম থানার নাকের ডগায় পোস্টফিস চৌমুহনিতে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে গতকাল গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ নিশিকুটুম্বরা দোকানের সামনের কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রচুর জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে৷ স্বত্বাধিকারী কৃষ্ণা চক্রবর্তী বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ দোকান খুলতে এসে দেখেন দরজা ভাঙা৷ সঙ্গে সঙ্গে তিনি থানায় খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করেছে৷ কৃষ্ণা চক্রবর্তীর দাবি, প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে গেছে তাঁর৷
পশ্চিম আগরতলা থানার নাকের ডগায় দুঃসাহসিক চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন কৃষ্ণা৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ণ তুলেছেন দোকান মালিক সহ অন্য ব্যবসায়ীরা৷ থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে এ-ধরনের চুরির ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ইতিপূর্বেও এই এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে৷ পর পর এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলেছেন এলাকাবাসী৷ রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানো সহ তাঁদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা৷ যদিও পুলিশ কালঘাম ঝড়িয়ে পরিমল কর নামে এক ব্যক্তিকে আটক করেছে৷ পুলিশের দাবি সে চুরির সাথে জড়িত৷