BRAKING NEWS

ত্রিপুরায় রথের বদলে অটো ও টমটম-এ যাত্রা জগন্নাথের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷  করোনা-র প্রকোপে রথে চড়ে মাসির বাড়ি যাওয়া হল না জগন্নাথের৷ তাই অটো এবং টমটমে চড়েই বলরাম এবং সুভদ্রাকে সাথে নিয়ে রওয়ানা দিয়েছেন তিনি৷ করোনা-র ভয় উৎসবের আনন্দ এবং ভগবানের প্রতি ভক্তি বাধা হতে পারে না, ত্রিপুরায় তারই ছবি ফুটে উঠেছে আজ৷ 

আজ তেলিয়ামুড়া শ্রীশ্রী চৈতন্য আশ্রমের উদ্যোগে রথযাত্রা-র আয়োজন করা হয়েছে৷ কিন্তু করোনা মোকাবিলায় সরকারি নিষেধাজ্ঞা মেনে জনসমাগম ছাড়া রথযাত্রা উদযাপিত হয়েছে৷ এদিন আশ্রমে রথ সাজানো হয়েছিল ঠিকই৷ কিন্তু, আশ্রমের পুরোহিতগণ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা-কে নিয়ে টমটম-এ চড়ে রওয়ানা দেন৷ এ-বিষয়ে আশ্রমের কর্মকর্তা রামানন্দ গোস্বামী বলেন, সরকারি আদেশ মেনে আজ ধর্মপ্রাণ দর্শনার্থীদের ভিড় ছিল খুবই কম৷ তবে রথ বের করা সম্ভব হয়নি৷ তাই ধর্মীয় রীতি মেনে বিকেল সাড়ে চারটা নাগাদ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে টমটমে চড়ে গুণ্ডিচা মন্দিরে যাওয়া হয়েছে৷

একই ছবি ফুটে উঠেছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারেও৷ সেখানে অটোয় চড়ে ভাই ও বোনকে নিয়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথ৷ শান্তিরবাজারে রামঠাকুর আশ্রমে প্রতিবছর রথযাত্রা উদযাপিত হয়৷ কিন্তু করোনা-র প্রকোপে সরকারি নিষেধাজ্ঞা মেনে জনসমাগম সম্ভব নয়৷ তাই এবার রথযাত্রায় অভিনব কৌশল অবলম্বন করেছেন আশ্রম কর্তৃপক্ষ৷

অন্যান্য বছর শান্তিরবাজার রামঠাকুর আশ্রম থেকে শুরু করে থানা সংলগ্ণ এলাকায় চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গণ পর্যন্ত রথ টেনে নিয়ে যেতেন স্থানীয়রা৷ কিন্তু এ-বছর রামঠাকুর আশ্রম থেকে অটোয় চেপে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে গেছেন আশ্রম কর্তৃপক্ষ৷ এমন রথযাত্রাকে ঘিরে শান্তিরবাজারে ব্যাপক উৎসাহ ছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *