মুম্বই, ২৪ জুন (হি. স.): করোনার ভয়াবহতা বেড়েই চলেছে মহারাষ্ট্রে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাদ যায়নি রাজ্য পুলিশ। বিগত ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্র পুলিশের ১৮৫ জন পুলিসকর্মীর শরীরে মিলেছে করোনা সংক্রমণ। মৃত্যু হয়েছে দুই জনের এমন পরিস্থিতিতে চিন্তার ভাঁজ বেড়েছে প্রশাসনিক আমলাদের কপালে রাজ্য পুলিশের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৮৮। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৯৮ সুস্থ হয়ে উঠেছে ৩২৩৯। নিহত ৫১। বয়স্ক পুলিশকর্মীদের থানার মধ্যেই ডিউটি দেওয়া হয়েছে। বেশিরভাগ পুলিশকর্মীকেই কর্তব্যরত অবস্থায় দেওয়া হয়েছে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট।