নয়াদিল্লি, ২৩ জুন (হি. স.) : করোনায় আক্রান্ত বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। তিনি নিজেই একথা জানিয়েছেন। জোকোভিচের স্ত্রী এলেনা রিস্টিচের রিপোর্টও পজিটিভ এসেছে। তবে তাঁর সন্তানদের পরীক্ষার রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে বলে জানান জোকোভিচ।
এটিপি-ডব্লিউটিএ এবং গ্র্যান্ড স্লাম শুরুর আগে ক্রোয়েশিয়ায় একটি প্রদর্শনী টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেছিলেন জোকোভিচ। করোনা আবহেও সেখানে স্বাস্থ্যবিধি মানা হয়নি। এমনকি ম্যাচ শেষে করমর্দনও করেছেন বলে অভিযোগ। আর সেখানেই অংশ নিয়েছিলেন গ্রিগর দিমিত্রভ। গত শনিবার তিনি বোরনা কোরিচের বিরুদ্ধে খেলেনও। তার পরের দিনই দিমিত্রভ জানান, তিনি করোনায় আক্রান্ত। সোমবার জানা যায়, বোরনা কোরিচের করোনা পজিটিভ। এবার সংক্রমণ ধরা পড়ল জোকোভিচের শরীরেও। জোকোভিচ নিজেই জানিয়ে দিলেন, তিনি করোনায় আক্রান্ত। আপাতত ১৪ দিনের জন্যে সেল্ফ আইসোলেশনে থাকবেন তিনি। পাঁচ দিন পর আবার কোভিড পরীক্ষা হবে তাঁর।
2020-06-23