নয়াদিল্লি, ২৩ জুন (হি. স.): ভারত ও চিনের মধ্যে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে সরে আসতে সম্মত হয়েছে। সোমবার টানা ১১ ঘণ্টা ধরে সামরিক পর্যায় কমান্ডার-স্তরের আলোচনার শুরুতে, সীমান্তের কাছে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার জন্য অনর ছিল চিন। তাই সকালে শুরু হওয়া আলোচনাটি গভীর রাত অবধি চলে। রাতের বেলা, ভারত এবং চিনা সেনা কমান্ডারদের মধ্যে পারস্পরিক চুক্তি হয়েছিল যে দুটি দেশ পূর্ব লাদাখের এলএসি থেকে নিজেদের সেনা প্রত্যাহার নেবে। চিন অনুরোধে ডেকে আনা কমান্ডার-স্তরের বৈঠকটি সকাল ১১ টা থেকে শুরু হয়ে গভীর রাত অবধি চলে। আলোচনায়, ভারত চিনকে প্রথমে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে নিজের বাহিনী প্রত্যাহার করতে এবং ২ মে আগে পরিস্থিতি বহাল রাখা। তবেই পরবর্তী আলোচনা সম্ভব হবে।সেনা কমান্ডার স্তরের বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং ভারতীয় সেনাবাহিনীর ১৪ তম কর্পসের কমান্ডার মেজর জেনারেল লিন লিউয়ের মধ্যে এলএসি আলোচনা সোমবার অনুষ্ঠিত হয়।
2020-06-23