গুয়াহাটি, ২৩ জুন (হি.স.) : নাগাল্যান্ডে আজ একসঙ্গে নতুন ৫০ জনের দেহে ধরা পড়েছে কোভিড-১৯ পজিটিভ। পাশাপাশি মেঘালয়েও আরও দুজনের শরীরে সংক্রমণের তথ্য পাওয়া গেছে। নতুন আক্রান্তদের নিয়ে নাগাল্যান্ডে মোট সংখ্যা ৩৩০ এবং মেঘালয়ে ৪৬-এ পৌঁছেছে।
মঙ্গলবার নাগাল্যান্ডের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰী এস পাংন্যু ফোম তাঁর অফিশায়াল টুইটে জানিয়েছেন, আজ আরও ৫০ জনের দেহে ধরা পড়েছে কোভিড-১৯ পজিটিভ। সোমবার ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাঁদের মধ্যে আজ এই ৫০ জনের পজিটিভ রেজাল্ট এসেছে। পজিটিভ রোগীদের মধ্যে ডিমাপুর কোয়ারেন্টাইন সেন্টারের ২৪ জন, কোহিমা কোয়ারেন্টাইন সেন্টারের ১৪ জন এবং পেরেন কোয়ারেন্টাইন সেন্টারের ১২ জন। নাগাল্যান্ডে মোট আক্রান্ত হয়েছেন ৩৩০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪১ জন এবং এখনও সক্রিয় রোগী রয়েছেন ১৮৯ জন।
এদিকে মেঘালয়েও নয়া আরও দুজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা টুইট করে বলেছেন, উত্তরপ্রদেশ থেকে আগত দুজনের নমুনা টেস্ট করে পজিটিভ এসেছে। এঁরা দক্ষিণ গারোপাহাড় জেলার বাসিন্দা। দুজনেই কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, এঁদের নিয়ে মেঘালয়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪৬ হয়েছে। একজনের মৃত্যুর পাশাপাশি ৩৭ জনকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। সক্রিয় রয়েছেন আটজন।