নয়াদিল্লি, ২২ জুন (হি. স.): চিনের বিরুদ্ধে দুটি যুদ্ধ করছে ভারত। একটি যুদ্ধ চিনের বিরুদ্ধে সীমান্তে চলছে অপরটি দেশের ভেতরে করোনা ভাইরাসের বিরুদ্ধে চলছে। আমাদের ২০ জন বীর পিছু হটেনি। তেমনি আমরাও হাল ছাড়ব না দুইটি যুদ্ধই আমরা জিতব বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কেন্দ্রের তরফে পূর্ণ সহযোগিতা পাওয়া গিয়েছে। দুটি সরকার মিলে করোনার বিরুদ্ধে লড়াই করছে। দিল্লিতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৬০০০। সক্রিয় আক্রান্তের সংখ্যা এক হাজার হতে এক সপ্তাহ সময় লেগেছে।
দিল্লিতে করোনা পরীক্ষার যে বেড়েছে তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগে দিল্লিতে দিনে পাঁচ হাজার পরীক্ষা হত। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার।হোম কোয়ারান্টিনে থাকা করোনা রোগীদের এখন অক্সিমিটার দেওয়া হচ্ছে এতে একজন রোগী নিজেই শরীরের অক্সিজেনের মাত্রা জানতে পারে।ফোন করলে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য কর্মীদের সহায়তা। যুদ্ধকালীন তৎপরতায় করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। দিল্লিতে এইসময় ৭ হাজার শয্যা খালি রয়েছে। আগামী দিনে করোনা চিকিৎসার জন্য হাসপাতালে শয্যা সংখ্যা অভাব দেখা দেবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।