BRAKING NEWS

আন্তর্জাতিক যোগ দিবসে যোগাভ্যাস করলেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিও

নয়াদিল্লি, ২১ জুন (হি. স.): আন্তর্জাতিক যোগ দিবসে যোগাভ্যাস করতে দেখা গেল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও। রাষ্ট্রপতি ভবনে যোগাভ্যাসের সেই ছবি টুইট করলেন তিনি। যোগ দিবস উদযাপন করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও।

রবিবার সকালে নিজের যোগাভ্যাসের ছবি টুইট করেন রাষ্ট্রপতি। সেখানে দেখা যায় সাদা টি-শার্ট ও ঘিয়ে রঙের ট্র্যাক প্যান্ট পরে যোগাভ্যাস করছেন তিনি। ছবির সঙ্গে সঙ্গে একটি বার্তাও দেন রামনাথ কোবিন্দ। তিনি বলেন, “আন্তর্জাতিক যোগ দিবসে সবাইকে শুভেচ্ছা। যোগের প্রাচীন ইতিহাস বিশ্বকে দেওয়া ভারতের বড় উপহার। দেখে ভাল লাগছে প্রতিদিন আরও বেশি মানুষ যোগাভ্যাস শুরু করছেন। জীবনের এই চাপের মধ্যে, বিশেষ করে কোভিড ১৯-এর মধ্যে শরীরকে সুস্থ ও মনকে তাজা রাখতে সাহায্য করে যোগ। সেইসঙ্গে আত্মবিশ্বাসও বাড়ায়।”

অন্যদিকে, যোগাভ্যাসের ছবি শেয়ার করেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকার বেঙ্কাইয়া নাইডুও। সেখানে দেখা যায়, নিজের বাড়ির লনে যোগাভ্যাস করছেন তিনি। তাঁর স্ত্রীকেও দেখা যায় যোগাভ্যাস করছেন। নিজের বার্তায় বেঙ্কাইয়া বলেন, “যোগাভ্যাস শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্যে করে। তাই আমি সব দেশবাসীকে অনুরোধ করব প্রতিদিন বাড়িতে যোগাভ্যাস ও ধ্যান করুন। এর মাধ্যমে সুস্থ ও সবল থাকতে পারবেন।”

২০১৫ সাল থেকে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন হয়ে আসছে। কিন্তু এদিনই প্রথম যোগ দিবসের সঙ্গে বলয়গ্রাস সূর্যগ্রহণও রয়েছে। করোনা সংক্রমণের কারণে এবার ডিজিটাল হয়ে গিয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। তাই এবারের থিম হল, “বাড়িতে যোগাভ্যাস করুন, পরিবারের সঙ্গে যোগাভ্যাস করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *