BRAKING NEWS

করোনার জেরে ডিজিটাল রথযাত্রার আয়োজন করছে ইসকন,দেখানো হবে ছ’টি মহাদেশে

নয়াদিল্লি, ২১ জুন (হি. স.): করোনার জেরে ইতিমধ্যে পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।এই পরিস্থিতিতে বিশ্বে প্রথম ডিজিটাল রথযাত্রার আয়োজন করতে চলেছে ইসকন কর্তৃপক্ষ। ছ’টি মহাদেশে এই রথযাত্রা দেখানো হবে।

১৯৬৭ সালে সান ফ্রান্সিসকোতে ইসকনের রথযাত্রার সূচনা করেছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ। তারপর থেকে প্রতি বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রথযাত্রা পালন করা হয়। করোনা সংকটের কারণে এবার সেই বিশ্বাস অটুট রেখে রথযাত্রার পরিকল্পনা করেছে ইসকন। জয়পতাকা স্বামী বলেন, ‘মহামারীর বছর হওয়ায় ভক্তরা রাস্তায় বেরোতে পারবেন না এবং বড় করে উৎসব পালন করতে পারবেন না। তাই ভাবনাটা ছিল যে বলদেব এবং সুভদ্রার সঙ্গে সারা বিশ্বের ভক্তদের বাড়ি যাবেন ভগবান জগন্নাথ।’

মায়াপুরে ইসকনের সদর দফতরের কমিউনিকেশন অফিসার সুব্রত দাস বলেন, ‘এটা বিশ্বের প্রথম ডিজিটাল রথযাত্রা হবে। যা ২৩ এবং ২৪ জুন ছ’টি মহাদেশে দেখানো হবে। এটির নাম হবে মার্সি ইন উইলস। ১০৮ টিতে রথ থাকবে।’

ইসকনের মুখপাত্র বলেন, ‘আগামী ২৩ জুন মায়াপুরে উৎসব শুরু হবে এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখা যাবে। সকাল ১০ টা নাগাদ ১০৮ দিকে রথ বেরোবে। যে ভক্তদের কাছে কোড আছে, তাঁরা নির্দিষ্ট সময় অনুযায়ী আরতি এবং ভোগ দিতে পারেন। এরপর রথ পরবর্তী যজমানের কাছে যাবে। পরদিন সকাল সাড়ে সাতটা পর্যন্ত এরকম চলবে।’ ইসকন কর্তৃপক্ষের আশা, মোটামুটি ৩০,০০০ হাজার পরিবার এই ডিজিটাল রথযাত্রায় অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *