নয়াদিল্লি, ২১ জুন (হি. স.): রবিবারও বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। এনিয়ে একটানা ১৫ দিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হল। গত ১৫ দিনে পেট্রোলের দাম মোট বাড়ল লিটারে ৮ টাকা ৮৮ পয়সা। ডিজেলের দাম মোট বাড়ল ৭ টাকা ৯৭ পয়সা।
দিল্লিতে ডিজেলের দাম রেকর্ড বেড়েছে। পেট্রলের দামও গত দু’বছরে বেড়েছে সর্বাধিক। এদিন দিল্লিতে ডিজেলের দাম হয়েছে লিটারে ৭৮ টাকা ২৭ পয়সা, পেট্রোল ৭৯ টাকা ২৩ পয়সা। কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৭৩ টাকা ৬১ পয়সা, পেট্রলের দাম ৮০ টাকা ৯৫ পয়সা। ৭ জুন থেকে তেল কোম্পানিগুলি দৈনন্দিন দর সংশোধন শুরু করেছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ অক্টোবর দিল্লিতে ডিজেলের দাম পৌঁছেছিল লিটার প্রতি ৭৫.৬৯ টাকায়। রবিবারের দাম অবশ্য সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ২০১৪ সালের ৪ অক্টোবর পেট্রোলের দাম সবথেকে বেশি বেড়েছিল। পেট্রোলের দাম হয়েছিল লিটারে ৮৪ টাকা।