নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ রাজ্যে নতুন করে আরও ৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন সন্ধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, ১৩৫৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এর মধ্যে পশ্চিম জেলায় ৩ জন, সিপাহীজলা জেলায় ৩ জন, গোমতী ও ধলাই জেলায় ১জন করে৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তাদের প্রত্যেকেরই বহিঃরাজ্য ভ্রমণের তথ্য রয়েছে৷
এদিকে, রাজ্যে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৫০৪ জন৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮০ জন৷ বর্তমানে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৭১ জন৷ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৯১০ জন৷ আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরে এতথ্য জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি জানান, রাজ্যে এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫,২৬০ জনের৷ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩,৯০৬ জনের৷ এদের মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১, ১৯০ জনের৷ শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে আজ মোট ২৩ জন কে ছুটি দেওয়া হয়েছে৷ এর মধ্যে লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ১৮ জন, শহীদ ভগৎ সিং যুব আবাস কোভিড কেয়ার সেন্টার থেকে ৪ জন এবং ১ জন জিবি হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানান, শহীদ ভগৎ সিং যুব আবাসে কোভিড কেয়ার সেন্টার থেকে আজ ৪ জন ছুটি হওয়ার পর সেখানে আর ৩৭ জন করােনা আক্রান্ত রােগীর চিকিৎসা চলছে৷ ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে ৩০০ জনের থাকার ব্যবস্থা রয়েছে৷
এছাড়াও তিনি জানান, উদয়পুরের পি আর টি আইতে ৩৩ জন, জিবি হাসপাতালে ৬ জন, হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কোভিড কেয়ার সেন্টারে ৬১ জন, সাগর মহল ৬০ জন, আমবাসা পলিটেকনিক ইনস্টিটিউশন হোস্টেল ৯ জন, বাধারঘাট স্পোর্টস সুকল বয়েজ হোস্টেলে ১৫৯ জন, লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৩১ জন, কুমারঘাটের পি আর টি আই এ ১৪ জন, দেবদারু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ২৯ জন, বি এস এফ কোভিড কেয়ার হাসপাতালে ৫০ জন চিকিৎসাধীন রয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি দিয়ে মােট ৪৪৪ জন রাজ্যে এসেছেন৷ তাদের মধ্যে ১৪৮ জন লরী চালক, ২৫ জন রােগী এবং ২৭১ জন বহিরাজ্যে আটকে থাকা লােকজন৷ শিক্ষামন্ত্রী জানান, ১৮ ও ১৯ জুন দু’দিনে বাংলাদেশ থেকে রাজ্যে এসেছেন ২৪৫ জন৷ শিক্ষামন্ত্রী জানান, বহিরাজ্য থেকে প্রায় ৩৪,০০০ জন লােক রাজ্যে এসেছেন৷ রাজ্য থেকে বহিরাজ্যে পাঠানাে হয়েছে প্রায় ২৯,০০০ জন৷ তিনি জানান, বহিরাজ্যে আটকে থাকাদের রাজ্যে নিয়ে আসা এবং রাজ্য থেকে যারা বহিরাজোর শ্রমিক ও অন্যান্যদের তাদের নিজ নিজ রাজ্যে পাঠানাে বাবদ রাজ্য সরকারের এ পর্যন্ত ব্যয় হয়েছে ২ কোটি ৯০ লক্ষ ৪৬ হাজার টাকা৷
শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১৯ জুন, ২০২০ পর্যন্ত জমা পড়েছে ১৯ কোটি ২ লক্ষ টাকা৷ খরচ হয়েছে ১৩ কোটি ৬৭ লক্ষ টাকা৷ শিক্ষামন্ত্রী আরও জানান, বহিরাজ্যে আটকে থাকা ৮,২৫৭ জন কে ৪ কোটি ১৯ লক্ষ ৪৯ হাজার ৬৩০ টাকা সহায়তা দেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজ্যের লোক্যাল ও ডেমু ট্রেন চালানাের জন্য এন এফ রেলওয়ের জেনারেল ম্যানেজার সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে৷

