ভারতে করোনায় সুস্থ হয়ে ওঠার হার ৫৫.৪৯ শতাংশ

নয়াদিল্লি, ২১ জুন (হি. স.):  ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৫৫.৪৯ শতাংশ। দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছে ২২৭৭৫৫ বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে করোনায় সুস্থ হয়ে ওঠার হার বেশি। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২২৭৭৫৫।বিগত ২৪ ঘন্টায় ১৩৯২৫ জন সুস্থ হয়ে উঠেছে। সুস্থ হয়ে ওঠার হার ৫৫.৪৯ শতাংশ।

উল্লেখ করা যেতে পারে গোটা দেশে বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে ওঠার হার পাল্লা দিয়ে বাড়ছে। এতে করে আশার আলো দেখছে চিকিৎসকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *