নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ ভারত-চীন সীমান্তে কুড়ি জান ভারতীয় সেনাকে হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে দেশ৷ প্রতিবাদ-বিক্ষোভে গর্জে উঠেছেন দেশপ্রেমিক মানুষজন৷ চীনের আগ্রাসন নীতিকে কোনভাবে বরদাশ না করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন দেশের সর্বস্তরের জনগণ৷বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই চীনা সামগ্রী বর্জনের ডাক দেওয়া হয়েছে৷ চীনকে কোণঠাসা করতে দেশের জনগণ বদ্ধপরিকর বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
ভারতের সার্বভৌমত্ব বজায় রাখতে দেশের জনগণ শেষ রক্তবিন্দু দিয়ে ভারতীয় বীর সেনানীর পাশে থাকতে প্রস্তুত৷ চীন সীমান্তে ২০ জন ভারতীয় সেনাকে হত্যার পর থেকে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ গর্জে উঠতে শুরু করেছে৷ পিছিয়ে নেই আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরার দেশপ্রেমিক জনগণ৷ বৃহস্পতিবার আগরতলা-আখাউড়া সীমান্তের ব্যবসায়ীরাও প্রতিবাদ বিক্ষোভে সামিল হন৷ ব্যবসায়ীরা চীনা সামগ্রী বয়কটের ডাক দিয়েছেন৷ ভারতীয় সীমান্তে ভারতীয় সেনা জওয়ানদের হত্যার প্রতিবাদ জানাতেই এ ধরনের সিদ্ধান্ত৷
ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীকে চীন সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সোচ্চার হতে আবেদন জানানো হয়েছে৷ শোবো আখাউড়া সীমান্তে নয় রাজ্যের সর্বত্র সর্বস্তরের জনগণ চীনা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে শুরু করেছেন৷ ভারতীয় বীর সেনাদের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই ভারতীয় জনগণ ঐক্যবদ্ধ মানসিকতার পরিচয় দিয়েছেন৷

