শিলং (মেঘালয়), ১৮ জুন (হি. স.) : মণিপুরে রাতারাতি রাজনৈতিক পট পরিবর্তনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সম্ভবত কিছুটা উদ্বিগ্ন। তাই দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কালবিলম্ব না করে মণিপুর ছুটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এনডিএ-এর অন্যতম শরিক দল হিসেবে মণিপুরে রাজনৈতিক সংকটের প্রভাব মেঘালয়েও পড়তে পারে, সেই আশঙ্কাতেই হয়তো তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল হোক চাইছেন এনপিপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। এমন-কি, মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি-প্রধান কনরাড কে সাংমাও সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছেন।
মণিপুরে দলের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এক সাক্ষাৎকারে বলেন, মতবিরোধের জেরেই দলের বিধায়ক তথা মন্ত্রীরা পদত্যাগ করেছেন। তাঁর কথায়, মণিপুরে বিজেপি এবং এনপিপি নেতৃত্বের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। ফলে, তিন বিজেপি বিধায়ক দল ছেড়ে দিয়েছেন। একই কারণে, এনপিপি বিধায়কগণ জোট ছেড়ে বেরিয়ে গেছেন। তাঁর দাবি, পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখছি। মণিপুর এনপিপি নেতৃত্বের সাথে কথাও বলছি ঘন ঘন।
বৃহস্পতিবারের সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি তথা কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট ওয়াকিবহাল। তাঁরা ক্রমাগত নজর রাখছেন। তাই দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে মণিপুর সফরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, এনপিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মণিপুরে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে দলের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন।