নয়াদিল্লি, ১৭ জুন (হি. স.): নেগেটিভ এরপর পজিটিভ এল রিপোর্ট।করোনাভাইরাসে সংক্রমিত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।শরীরে তীব্র জ্বর নিয়ে হাসপতালে চিকিৎসাধীন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। ইতিমধ্যেই তার একবার করোনা পরীক্ষা হয়েছে। প্রথম পরীক্ষার ফল নেগেটিভ আসে।কিন্তু কোনও রকমের ঝুঁকি না নিয়ে বুধবার ফের তার লালারসের নমুনা সংগ্রহ করা হয়।পরীক্ষায় দেখা যায় করোনা আক্রান্ত বছর ৫৫ সত্যেন্দ্র জৈন।
দিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য রবিবার এবং সোমবার একাধিক দফায় বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে তিনি পরীক্ষা বাড়ানোর উপর গুরুত্ব দেন। মঙ্গলবার ভোরে শারীরিক অসুস্থতা নিয়ে রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন বছর ৫৫ দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন। ওদিন তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু পরীক্ষার ফল নেগেটিভ আসে। বুধবার ফের তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়। পরে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরে জ্বর রয়েছে।দেওয়া হয়েছে অক্সিজেন।