দেহরাদুন, ১৫ জুন (হি. স.): আলোচনার মাধ্যমেই নেপালের সঙ্গে যাবতীয় সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
উত্তর ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে বিজেপির ভার্চুয়াল জনবার্তা র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান এই বিজেপি নেতা জানিয়েছেন, আগে সিকিমের নাথুলা পাস দিয়ে মানস সরোবর যেতে হত। ফলে যাতায়াতে অনেকটা সময় লাগতো। কিন্তু এখন বর্ডার রোড অরগানাইজেশন উত্তরাখণ্ডের লিপুলেখ পর্যন্ত দীর্ঘ ৮০ কিলোমিটার সংযোগকারী সড়ক তৈরি করার পর মানস সরোবর যাত্রা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। এই দীর্ঘ সড়কটি ভারতীয় সীমান্তের মধ্যেই তৈরি করা হয়েছে।
নেপাল সমস্যার প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ সিং জানিয়েছেন, এই সড়কটি নির্মাণ করতে গিয়ে নেপালের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক সামাজিক, ভৌগোলিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক। ভারতে এই সম্পর্কের কথা কোনদিন ভুলবে না। দুই দেশের রুটি- বেটির সম্পর্ক বিশ্বের কোনও শক্তি ভাঙতে পারবে না।
উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি নেপাল প্রশাসন উত্তরাখণ্ডের কালাপানি, লিপুলেখ এবং লিম্পিইয়াদারুকে নিজেদের বলে দাবি করেছে। এমনকি নিজেদের মানচিত্র এই তিনটি অঞ্চলকে তারা দেখিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে নেপালি সংসদের নিম্ন কক্ষে সংবিধান সংশোধন হয়েছে। রবিবার সংসদের উচ্চকক্ষে এই বিষয়ে আলোচনা হয়েছে।
এদিনের সভায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকারের প্রশংসা করেছেন। তার দাবি এই সরকার নিজের মেয়াদ পূর্ণ করা পর্যন্ত সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়ে যাবে।