নয়াদিল্লি, ১৫ জুন (হি. স.): দেশজুড়ে বেড়ে চলা করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। দেশজুড়ে লকডাউন জারি করায় এটা বোঝা গেল যে অজ্ঞানতা থেকে বিপদজনক হচ্ছে অহংকার বোধ বলে দাবি করেছেন তিনি।
দেশে হয়ে যাওয়া চারটি পর্যায়ে লকডাউনে করোনার ঊর্ধ্বমুখী হয়ে ওঠার হার কমেনি বলে দাবি করেছেন রাহুল গান্ধী। দেশজুড়ে একাধিক বার লকডাউন জারি করা হলেও কোনও সাফল্য মেলেনি। উল্টে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এদিন রাহুল গান্ধী আরও দাবি করেছেন যে সাফল্য পাওয়ার আশায় বার বার একই কাজ করে চলা পাগলমি ।
উল্লেখ করা যেতে পারে, দেশজুড়ে জ্বালানি তেলের দাম ক্রমাগত বৃদ্ধি হওয়ার জেরে এদিন সরব হয়েছে কংগ্রেস।