করিমগঞ্জের হা‌তি‌খিরায় গর্ভধারিণী মাকে ‌পি‌টি‌য়ে খু‌ন, গ্রেফতার অভিযুক্ত

পাথারকান্দি (অসম), ১৫ জুন (হি.স.) : গর্ভধারিণী মাতে পি‌টিয়ে খু‌ন করার অভি‌যো‌গে গ্রেফতার হয়েছে অভিযুক্ত ঘাতকপুত্র। ঘটনা‌টি ঘ‌টে‌ছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন হা‌তি‌খিরা চা বাগা‌নের ২০ নম্বর লাইনে।

জানা গে‌ছে, সোমবার বেলা প্রায় দু‌টো নাগাদ স্থানীয় বা‌সিন্দা রাজকুমা‌রি গাড়া (৬০) না‌মের এক প্রবীণার মৃত‌দেহ তাঁরই বা‌ড়ির পা‌শে কলা বাগা‌নে প‌ড়ে থাক‌তে দে‌খেন এলাকার কতিপয়। মৃত‌দে‌হে অসংখ্য আঘা‌তের চিহ্নও দেখে প্রত্যক্ষদর্শীরা খবর দেন বাজারিছড়া থানায়। খবর পেয়ে দলবল নি‌য়ে পু‌লি‌শের সাব-ইনস্পেক্টর পরমানন্দ শইকিয়া ঘটনাস্থলে যান। প্রাথমিক তদন্ত করে তিনি ম‌হিলাকে খুনের সঙ্গে জ‌ড়িত স‌ন্দে‌হে তার বছর ২৭-এর ছেলেকে আটক ক‌রে থানায় নি‌য়ে যান। ধৃত যুব‌কের নাম বি‌কি গাড়া ওর‌ফে মুন্না। পেশায় সে একজন রেশন শোপ ডিলার।

এদি‌কে পু‌লি‌শের সাব-ইনস্পেক্টর পরমানন্দ শইকিয়া অকুস্থ‌লে গিয়ে রাজকুমা‌রি গাড়ার মৃত‌দেহ উদ্ধা‌রের চেষ্টা চা‌লি‌য়েছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য এই খবর লেখা পর্যন্ত মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য ক‌রিমগঞ্জ জেলা হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হয়নি বলে জানা গেছে। ‌বিষয়‌টি সম্পর্কে বাজা‌রিছড়া থানার ওসি নির্মলকা‌ন্তি দে-কে প্রশ্ন কর‌লে তি‌নি জানান, অভিযুক্ত‌কে আটক ক‌রে জিজ্ঞাসাবাদ চা‌লি‌য়ে যাওয়া হ‌চ্ছে। ত‌বে ময়না তদ‌ন্তের জন্য মহিলার লাশ করিমগঞ্জে পাঠানো হবে। এর রি‌পোর্ট হা‌তে না আসা পর্যন্ত কিছুই স্পষ্ট ক‌রে বলা যাচ্ছে না।

স্থানীয় একাংশ নাগরিক জানিয়েছেন, মাতৃঘাতক বি‌কি প্রায়ই কারণে অকারণে তার বৃদ্ধা মা‌কে মার‌পিট করত। আজ দুপু‌রে হয়‌তো সে অন্যান্য দি‌নের মতো তার মা‌কে বেদম পিটিয়েছে। আর এতেই তিনি প্রাণ হারিয়েছেন। পরে বেগতিক দেখে লাশ নিয়ে কলা বাগানে ফেলে এসেছে। এদিকে তার মাকে সে মারেনি, এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে অভিযুক্ত‌ বি‌কি গাড়া ওর‌ফে মুন্না।