BRAKING NEWS

১৯ জুন থেকে তামিলনাড়ু চার জেলায় ফের লকডাউন

চেন্নাই, ১৫ জুন (হি.স.) : সংক্রমণ  হুহু করে বাড়তে থাকায় ফের পুরো লকডাউনের পথে তামিলনাড়ু । সোমবার নতুন করে লক়ডাউনের ঘোষণা করল তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু সরকারের তরফে বলা হয়েছে আগামী ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পূর্ণ লকডাউন চলবে চার জেলায়। সেগুলি হল, চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চীপুরম এবং চেঙ্গালপেট জেলায়। ‘সর্বাধিক কড়া লকডাউন’ নাম দিয়ে সোমবার নতুন এই লক়ডাউনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী ।

সোমবার তামিলনাড়ুর মন্ত্রিসভার বৈঠকে বসেছিল। সেই বৈঠকেই চার জেলায় পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য মন্ত্রিসভার পাশপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। তাঁরাও মুখ্যমন্ত্রীকে পূর্ণ লকডাউন করার পরামর্শ দেন।এরপরই আগামী ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের চার জেলা চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চীপুরম এবং চেঙ্গালপেটে পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার । এ ব্যাপারে চার জেলার জেলাশাসককে গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে।

নতুন করে হতে চলা লকডাউনে সবজি বাজার থেকে হোটেল খোলা থাকবে সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত। তারপর পুরোপুরি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যে সব দোকান নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে সকালে সেগুলিই খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মাসের দুটো রবিবার অর্থাৎ ২১ ও ২৮ তারিখ কোনও অতিরিক্ত ছাড় দেওয়া হবে না। সেদিন কোনও দোকান খোলা যাবে না বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে দক্ষিণের এই রাজ্যটি। তার মধ্যে আবার চেন্নাইয়ে সংক্রমণ উদ্বেগজনক। রবিবার একদিনে তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় দু’হাজার জন। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে তামিলনাড়ুর মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৬৬১ জন। মৃত্যু হয়েছে ৪৩৫ জনের। একইসঙ্গে সেরেও উঠেছেন অনেকে। ইতিমধ্যেই কোভিড মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৫৪৭ জন। এই মুহূর্তে তামিলনাড়ুতে  করোনাভাইরাস সক্রিয় রয়েছে ১৯ হাজার ৬৭৬ জনের শরীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *