নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): দেশের রাজধানী দিল্লি। দিল্লিতে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার যেভাবে বাড়ছে, তা সত্যিই উদ্বেগের! উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দিল্লিতে করোনা-পরিস্থিতি নিয়ে সোমবার সর্বদলীয় বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের কাছে অমিত শাহের অনুরোধ, রাজনৈতিক বিভেদ ভুলে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের।
এদিনের সর্বদলীয় বৈঠকে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি এবং বহুজন সমাজ পার্টি যোগ দিয়েছিল। প্রতিটি দলের কাছেই মতামত জানতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় দেড় ঘন্টা ধরে চলে বৈঠক। রাজনৈতিক দল ছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, দিল্লির মুখ্য সচিব এবং দিল্লি সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্যও বৈঠকে উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা করোনা-পরীক্ষার খরচ ৫০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানান, সেই অনুরোধ মঞ্জুর করেছেন অমিত শাহ। বৈঠকে দিল্লি কংগ্রেসের প্রদেশ সভাপতি অনিল চৌধুরী বলেন, দিল্লিতে প্রত্যেকেরই করোনা-পরীক্ষা হওয়া উচিত। যাঁরা সংক্রমিত এবং প্রভাবিত অঞ্চলে রয়েছেন তাঁদের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া উচিত।
দিল্লিতে করোনা-ত্রাসের প্রেক্ষিতে এই নিয়ে তৃতীয় বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে রবিবার দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, মেয়র এবং দিল্লির তিনটি পৌর নিগমের কমিশনাদের বৈঠক করেছিলেন অমিত শাহ।