নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): এবার আগামী মন কি বাতে কী বলবেন দেশবাসীর কাছেই তা জানতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার টুইট করে এবিষয়ে দেশবাসীর পরামর্শ চাইলেন মোদী। পরবর্তী মন কি বাত হবে এই মাসের ২৮ জুন হবে।
এদিন টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, “এই মাসে মন কি বাত ২৮ জুন হবে। এখনও দু’সপ্তাহ বাকি রয়েছে। কিন্তু আপনারা সবাই নিজেদের চিন্তা ও ধারণা পাঠাতে থাকুন। এর ফলে বলার জন্য অনেক বেশি বিষয় আমি পাব। সেই সঙ্গে অনেক বেশি মানুষের সঙ্গে যোগাযোগ হবে আমার। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে মানুষের বক্তব্য আমি জানতে পারব।”
কী ভাবে মানুষ নিজের বক্তব্য প্রধানমন্ত্রীকে জানাবেন তার উপায়ও জানিয়েছেন মোদী নিজেই। তিনি বলেছেন, “একটি নম্বর দেওয়া হল। এই নম্বরে নিজের বার্তা রেকর্ড করে মেসেজ করতে পারেন। এছাড়া নমো অ্যাপ কিংবা মাই গভ অ্যাপে আপনাদের বক্তব্য পাঠাতে পারেন।”
এর আগে বারবার মন কি বাত অনুষ্ঠানে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার কী করেছে, সেই কথা মানুষের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। একদিকে তিনি যেমন বলেছেন, মাস্ক ও সামাজিক দূরত্বকে জীবনের অঙ্গ বানিয়ে নিতে, অন্যদিকে তেমনই করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য বারবার দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।