শিলং, ১২ জুন (হি.স.) : কেন্দ্ৰীয় সরকারের আনলক ওয়ানের সমস্ত নিয়ম-নীতি মেনে ধৰ্মীয় প্ৰতিষ্ঠানগুলো খুলে দেওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে মেঘালয়ে আগামী ৩০ জুন পৰ্যন্ত সমস্ত ধৰ্মীয় প্ৰতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
রাজ্যে দিন দিন অতিমারি কোভিড-১৯ সংক্রমণে আক্ৰান্তের সংখ্যা বাড়ছে। এখন পৰ্যন্ত ৪৪ জন করোনায় আক্ৰান্ত হয়েছেন। তার মধ্যে ১৩ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজনের মৃত্যু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী তিরিশ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেঘালয়ের কনরাড কে সাংমার সরকার।
গত ৯ জুন রাজ্যের ধৰ্মীয় নেতাদের সঙ্গে মিলিত হয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে মেঘালয় সরকার। উল্লেখ্য যে গত ২৫ মাৰ্চ থেকে মেঘালয়ে সমস্ত ধৰ্মীয় প্ৰতিষ্ঠান বন্ধ রয়েছে।

