নয়াদিল্লি ও কলকাতা, ১২ জুন (হি.স.): রোজই বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে পরপর ষষ্ঠ-দিন, শুক্রবারও মহার্ঘ্য হল জ্বালানি তেল। শুক্রবার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই, সমস্ত মেট্রো শহরে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। লাগাতার ছ’দিনে পেট্রোলের দাম বেড়েছে ৩.৩১ টাকা এবং ডিজেল ৩.৪২ টাকা। ০.৫৭ পয়সা দাম বৃদ্ধির পর শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৪.৫৭ টাকায়, কলকাতায় ০.৫৪ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম ৭৬.৪৮ টাকা, মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়েছে ০.৫৫ পয়সা ও চেন্নাইয়ে ০.৫১ পয়সা করে বাড়ার পর পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮১.৫৩ টাকা এবং ৭৮.৪৭ টাকা।
পেট্রোলের পাশাপাশি দাম বেড়েই চলেছে ডিজেলেরও। শুক্রবার ০.৫৯ পয়সা বাড়ার পর দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৭২.৮১ টাকা, কলকাতায় ০.৫৩ পয়সা বাড়ার পর লিটারপ্রতি ডিজেলের দাম ৬৮.৭০ টাকায় গিয়ে ঠেকেছে। মুম্বইয়ে ডিজেলের দাম বেড়েছে ০.৫৬ পয়সা এবং চেন্নাইয়ে ০.৫০ পয়সা বেড়েছে ডিজেলের দাম। মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে-৭১.৪৮ টাকা এবং ৭১.১৪ টাকা।

