জম্মু, ১১ জুন (হি.স.): কোনও রকম প্ররোচনা ছাড়াই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক স্থানে গোলাগুলি বর্ষণ করে ফের সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী| বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর মাঞ্জাকোটে সেক্টর, কেরি সেক্টর, বালাকোটে সেক্টর এবং কারোল মৈত্রন সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| রাজৌরি জেলার মাঞ্জাকোটে সেক্টরে পাক-হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান, নিহত সেনা জওয়ানের নাম-নায়েক গুরুচরণ সিং। তাঁর বাড়ি পঞ্জাবের গুরুদাসপুর জেলায়। এছাড়াও রাজৌরির মাঞ্জাকোটে সেক্টরের রাজধানী গ্রামে বুধবার রাতের পাক-হামলায় গুরুতর আহত হয়েছেন একজন সাধারণ নাগরিক। মর্টার শেলের আঘাতে ডান কাঁধে মারাত্মক আঘাত পেয়েছেন ওই ব্যক্তি। চিকিৎসার পর এখন তিনি সুস্থ রয়েছেন। পাকিস্তানকে অবশ্য যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর মাঞ্জাকোটে সেক্টর (রাত ১০.২০ মিনিট থেকে), কেরি সেক্টর (রাত ১০.৪০ মিনিট থেকে) বালাকোটে সেক্টর (রাত ১০.৩০ মিনিট থেকে) এবং কারোল মৈত্রন সেক্টরে (রাত ১০.৫০ মিনিট থেকে) নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| পাক সেনাবাহিনীকে প্রত্যুত্তরে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনা। পাক হামলায় শহিদ হয়েছেন একজন সেনা জওয়ান। হামলা চলাকালীন রাজৌরি জেলার মাঞ্জাকোটে সেক্টরের রাজধানী গ্রামের পাক-হামলায় গুরুতর আহত হয়েছেন একজন সাধারণ নাগরিক। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ডান কাঁধে আঘাত পেয়েছেন তিনি, চিকিৎসার পর তিনি সুস্থ রয়েছেন।