নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ লকডাউনের মধ্যেই একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে রাজধানীর বুকে৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহলদারির মধ্যেও জনবহুল এলাকাগুলিতে কদিন পরপর হানা দিচ্ছে চোরের দল৷ এরমধ্যে মঙ্গলবার ফের কৃষ্ণনগর ব্যানার্জী পাড়া এলাকায় এক বাড়িতে আরো একটি রোমহর্ষক চুরির ঘটনা হল৷
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক মীরা দেব ও তার ছেলে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুজনেই বাড়িতে তালা দিয়ে অফিসে গিয়েছিলেন৷ এরমধ্যে চোরের দল বাড়ির পেছনের দরজা ভেঙে লুটে নিয়ে যায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী৷ বিকেল চারটা নাগাদ মহিলার ছেলে বাড়িতে এলে ঘটনাটি প্রত্যক্ষ করে তার মাকে খবর দেয়৷ পাশাপাশি জানানো হয় পশ্চিম থানায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় বাড়ির সমস্ত জিনিষপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে৷ আলমারিও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে৷ ঘটনাটি নিয়ে মীরা দেবী সাক্ষাতে জানিয়েছেন, তার ঘর থেকে নগদ ৬০/৭০ হাজার টাকা, কয়েকটি স্বর্ণালঙ্কার এবং ২/৩টি মোবাইল চুরি গেছে৷ এই ঘটনায় পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করলেও অভিযুক্তদের টিকির নাগাল পাওয়া যায়নি৷
তবে সাম্প্রতিক সময়ে পশ্চিম থানা এলাকায় বেশ কিছু জায়গায় একাধিক দুঃসাহসিক চুরির ঘটনা হলেও কোনটার ক্ষেত্রেই অভিযুক্তরা ধরা পড়েনি পুলিশের হাতে৷ মাত্র দিন কয়েক আগে মেহের কালিবাড়ি রোড এলাকায় একটি গলি থেকে পার্কিং করে রাখার গাড়ির মধ্য থেকে এক ব্যক্তির একটি ল্যাপটপ চুরি যায়৷ যে ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ছবি সিসি ক্যামেরায় ধরাও পড়েছিল৷
কিন্তু ঘটনার কয়েকদিন পরেও সেই চোর পুলিশের জালে ধরা পড়েনি৷ আবার এরমধ্যেই কাছাকাছি এলাকায় ফের একবার দুঃসাহসিক চুরির ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো৷ স্বাভাবিক কারণেই পুরো ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ এর পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টিও দাঁড়িয়ে পড়েছে অভিযোগের কাঠগড়ায়৷