৮ জেলায় ২৯টি কনটেইনমেন্ট জোন, নিয়ম ভঙ্গের অপরাধে গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ করোনা-র প্রকোপে পরিস্থিতি পর্যালোচনা করে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা (কন্টেনমেন্ট জোন) ঘোষণা করা হচ্ছে৷ এছাড়া সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার চাচুবাজারে করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন নিয়মভঙ্গের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ আজ জেলাশাসক এলাকা পরিদর্শনে গিয়ে ওই ব্যক্তিকে নিয়মভঙ্গের অপরাধে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় সন্দীপ এন মাহাত্মে দাবি করেন, করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সমস্ত সরকারি নিয়ম কঠোরভাবে পালন করা হচ্ছে৷ ত্রিপুরায় বর্তমানে ৮ জেলায় ২৯ টি করোনা ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে৷


এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় সন্দীপ এন মাহাত্মে বলেন, পশ্চিম জেলার মতিনগরে ২টি গ্রাম পঞ্চায়েত এবং চাচুবাজারে তিনটি স্থানকে করোনা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে৷ সেখানে সরকারি সমস্ত নিয়ম কঠোরভাবে পালন করার ব্যবস্থা হয়েছে৷ পুলিশি টহলদারি জারি রয়েছে৷ তিনি বলেন, আশাকর্মী, এএনএম এবং এমপিডব্লিউ কর্মীরা করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন৷ এখন পর্যন্ত ৫০০টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ আরও নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷ তিনি জানান, ওই নমুনার রিপোর্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷


এদিন তিনি বলেন, আজ করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় সরকারি নিয়ামভঙ্গের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ এলাকা পরিদর্শনে গিয়ে ওই অব্যবস্থা দেখে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলাম৷
রাজ্যের ৮টি জেলার ২৯টি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এই কনটেইনমেন্ট জোনগুলি রয়েছে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, ধলাই জেলা, দক্ষিণ ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলা এবং গোমতী জেলায়৷ জরুরি পরিষেবা ছাড়া কেউ এই কনটেইনমেন্ট জোনে ঢুকতে পারবেন না৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা জানান৷


শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি চেকপোস্ট দিয়ে রাজ্যে প্রবেশ করেছেন ৩০৪ জন৷ এরমধ্যে ১৫৭ জন ট্রাক ড্রাইভার ও ১৪৭ জন সাধারণ নাগরিক রয়েছেন৷ এছাড়া আজ ৪২৫টি গাড়ি চুড়াইবাড়ি গেইট দিয়ে রাজ্যে প্রবেশ করেছে৷ এরমধ্যে ৩৩টি ট্রাক এসেছে হটস্পট এলাকা থেকে৷ তিনি জানান, বিএসএফ ধলাই বিওপি এবং বিএসএফ গণ্ডাছড়া বিওপি কনটেইনমেন্ট মুক্ত জোন হয়েছে৷ তিনি জানান, বাধারঘাট স্পোর্টস কমপ্লেে’ ১৭০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার করা হবে৷ তিনি জানান, কনটেইনমেন্ট জোনে ২৮ দিন পর কোনও কোভিড আক্রান্ত রোগী না থাকলে জেলাশাসক একে কনটেইনমেন্ট মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করতে পারেন৷ তবে উল্লিখিত ঐ ২৮দিন আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কারও সর্দি, কাঁশি, জর আছে কিনা সেদিকে নজর রাখবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *