নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ জুন৷৷ মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি৷ ঘটনা সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড়ের সুতারমুড়া এলাকায়৷ গুলিবিদ্ধ ব্যক্তির নাম হরেকৃষ্ণ দেববর্মা৷ তার পেটের বাঁদিকে গুলি লাগে৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ তবে কিভাবে গুলিবিদ্ধ হলেন তা স্পষ্ট নয়৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ গুলিবিদ্ধ ব্যক্তির পিতা স্বপন দেববর্মার বক্তব্যে রহস্য ঘনীভূত হয়েছে৷ এই ঘটনা সম্পর্কে তারা থানায় কোনো কিছুই জানায়নি৷
তার ওপর শনিবার রাতের এই ঘটনার পর গুলিবিদ্ধ ব্যক্তিকে রবিবার নিয়ে আসা হয় জিবি হাসপাতালে৷ কোন ধরনের শত্রুতা কারোর সাথে ছিল না বলে জানায় পিতা স্বপন দেববর্মা৷ তিনি জানান মাছ ধরার সময় গুলির শব্দ পেয়েছেন তারা৷ গাদা বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেন তিনি৷ গোটা বিষয়টিকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে৷