BRAKING NEWS

শান্তিরবাজারে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৭ জুন৷৷ নিজ বাড়ীতে ঝুলন্ত অবস্থায় দেখাযায় এক গৃহবধূকে৷ ঘটনার বিবরনে জানাযায় আজ সকাল আনুমানিক ১০ ঘটিকায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পশ্চিম চড়কবাই কুড়ী পাড়ার বাসিন্দা ফনিভূষন চক্রবর্তীর মেয়ে চাদনি চক্রবর্তীর ( ২৮ ) মৃতদেহ নিজবাড়ীতেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ীর লোকজন৷ জানাযায় চাদনি চক্রবর্তীর দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন৷


তারপরও পারিবারিক কলহের জেরে সে স্বামীর বাড়ী ছেড়ে পশ্চিম চড়কবাই নিজবাড়ীতে চলেআসে৷ আজ সকালবেলা ঘরেরমধ্যে হঠাৎকরে ওর ঝুলন্ত দেহ দেখতে পায় বাড়ীর লোকজন৷ সঙ্গে সঙ্গে খবরদেওয়াহয় বাইখোড়া থানায়৷ ঘটনার খবরপেয়ে থানায় কর্তব্যরত ওসি রাজীব সাহা ওনার সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিতহন৷ মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা৷


পরিবারের লোকজন ও থানার প্রাথমিক ধারনা মানসিক আশান্তির কারনে আত্মাহত্যার পথ বেছে নিয়েছে চাদনি চক্রবর্তী৷ মৃতদেহ ময়নাতদন্তের পর উঠে আসবে আসল রহস্য এমনটাই অভিমত অভিঞ্জমহলের৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *