নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ দ্বিতীয় মোদি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সময়ের মধ্যে ঐতিহাসিক সিদ্ধান্ত গুলির সম্পর্কে অবগত করতে রবিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশে বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহা৷ দীর্ঘদিন ধরে চলা রাম মন্দির এর মত বিষয়ের সুষ্ঠু সমাধান হয়েছে এই সরকারের আমলে৷
মুসলিম সম্প্রদায়ের মহিলাদের উপর দীর্ঘদিন ধরে চলে আসা তিন তালাকের কুপ্রথার অবসান ঘটিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার৷ ৩৭০ ও ৩৫ এর ত্থ ধারার বিলুপ্তি ঘটানো হয়েছে৷ এরফলে জম্মু-কাশ্মীরের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে৷ জম্মু-কাশ্মীরে ১১ টি বিমানবন্দর এবং লাদাখে দুটি বিমানবন্দর বিশেষ প্রকল্পের আওতায় আনা হয়েছে৷ প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনে নটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে৷ নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাস হয়েছে৷ এর ফলে বাংলাদেশ, আফগানিস্তান, ও পাকিস্তানের ধর্মীয় কারণে প্রতারিত হিন্দু, জৈন,বৌদ্ধ, পার্শী এবং খ্রিস্টানরা নাগরিকতা পাবে৷ এই আইন কোনভাবেই ভারতীয় নাগরিককে প্রভাবিত করবে না৷
দেশে সন্ত্রাসবাদ বিরোধী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার৷ নকশালদের মাধ্যমে সংঘটিত ঘটনা নকশাল অধ্যুষিত রাজ্যে ৪৩ শতাংশ কমেছে৷ ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি করা হয়েছে৷ প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দ দুই হাজার কুড়ি ২১ সালে ৩.৩৭ লক্ষ কোটি টাকা করা হয়েছে৷ পৃথকভাবে জলশক্তি মন্ত্রণালয় গঠন করা হয়েছে৷ ২০২৪ সালের মধ্যে প্রতিটি ঘরে অবশ্যই পানীয় জল পৌঁছাবে৷ এই রাজ্যে দীর্ঘদিনের রিয়াং শরণার্থী সমস্যার সমাধান হয়েছে বলে জানান তিনি৷ ডাক্তার এবং চিকিৎসকদের ওপর আক্রমণ হলে জামিন অযোগ্য ধারায় মামলা নেওয়ার আইন প্রণয়ন হয়েছে৷
সম্পত্তির ক্ষতি হলে দোষীদের কাছ থেকে বাজারমূল্যের দ্বিগুণ অর্থ আদায় করা হবে৷ মহাকাশ বিজ্ঞানে ভারত শক্তিশালী রাষ্ট্র হিসেবে উঠে এসেছে৷ মহাকাশ বিজ্ঞানে চতুর্থ শক্তিশালী দেশ ভারত৷ নারী সশক্তিকরণে মোদি সরকার সর্বদা সজাগ৷ এদিন এই বিষয়েও অবগত করেন বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা৷

