দেশজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ৬ জুন (হি. স.):  দেশজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। বর্তমান পরিস্থিতিতে দেশের সুস্থ হয়ে ওঠার হার ৪৮.২ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ৪৬১১। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছে ১৪ হাজার।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে দেশে করোনা রোগীদের চিহ্নিতকরণের জন্য পরীক্ষার সংখ্যা বিপুল পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে বিগত ২৪ ঘন্টায় ১ লাখ ৩৮ হাজার পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে ৪৫ লক্ষ ২৪ হাজারের বেশি পরীক্ষা হয়েছে। টেস্টিং ল্যাব এর সংখ্যা বাড়ানো হয়েছে।