নয়াদিল্লি, ৭ জুন (হি. স.): সোমবার থেকে দিল্লির সীমান্ত খুলে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকি রেস্তোরাঁ এবং শপিং মল খুলে দেওয়ারও কথা বলেছেন তিনি। দিল্লির সরকারের এই ঘোষণার বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস।তাদের বক্তব্য দিল্লিকে অনলক করার এটি সঠিক সময় নয়।কারণ আক্রান্তের নিরিখে গোটা ভারতে ২৫ শতাংশ করোনা কেস দিল্লিতে। রবিবার কংগ্রেস নেতা অজয় মাকেন জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার নিরিখে গোটা দেশে এগিয়ে দিল্লি। সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে পিছিয়ে দিল্লি। এর কারণ দিল্লির হাসপাতালের অবস্থা খুবই খারাপ। তড়িঘড়ি সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত ঠিক নয়। দিল্লির ৩৮ টি সরকারি হাসপতালের মধ্যে ৩৩ টি কোনও করোনা চিকিৎসা হচ্ছে না। দিল্লি সরকার সামাল দিতে ব্যার্থ।
2020-06-07