মালদ্বীপ থেকে ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

নয়াদিল্লি, ৭ জুন (হি. স.):  মালদ্বীপে আটকে পড়া ৭০০ ভারতীয়কে উদ্ধার করে রবিবার সকাল ১১ টা নাগাদ তামিল নাড়ুর তুতিকোরিন এসে পৌঁছল নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএসনস জলস। কেন্দ্রীয় সরকারের মিশন বন্ধে ভারত কে সাফল্যমন্ডিত করে তুলতে ভারতীয় নৌসেনা তরফ থেকে অপারেশন সমুদ্রসেতু কার্যক্রম গ্রহণ করা হয়েছে।এর মাধ্যমে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে দুই পর্যায় মালদ্বীপ থেকে ১৪৮৮ জন ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।এবারে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ৪ ই জুন সকালে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছে যায় আইএনএস জলস। স্বাস্থ্য পরীক্ষার পর যাত্রীদের জাহাজে তোলা হয়। ও দিন বিকেলে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। এদিন সকাল ১১ টা নাগাদ নাগাদ তুতিকোরিন এসে পৌঁছয় জাহাজটি।তুতিকোরিন আসার পর সবার আগে মহিলাদের জাহাজ থেকে বের করা হয়।পরে অসুস্থ একজন বয়স্ক ব্যক্তিকে  হুইল চেয়ারে করে অনা হয়। পোর্ট ট্রাস্ট এর তরফ থেকে এম্বুলেন্স, চিকিৎসকরা বন্দরে মোতায়েন ছিল। পরে রাজ্যগুলি প্রশাসনিক আধিকারিকদের কাছে এই সকল যাত্রীদের তুলে দেওয়া হয় এবং বাসে করে এসকল যাত্রীদের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *