নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ অরুণাচল প্রদেশের চিন সীমান্তে কর্তব্যরত ভারতীয় সেনা বাহিনীর এক জওয়ান শহিদ হয়েছেন৷ তাঁর মাথায় আঘাত লাগায় মৃত্যু হয়েছে৷ ভারতীয় সেনায় হাবিলদার পদে কর্মরত বিজয় দেববর্মা (৩৪) ত্রিপুরার সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জ থানাধীন গুলিরাইবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন৷ শুক্রবার সন্ধ্যার বিশেষ বিমানে তাঁর মরদেহ আগরতলায় আনা হয়েছে৷ রাতে লিচুবাগানে অবস্থিত সেনা ছাউনিতে শহিদ বিজয়ের মরদেহ রাখা হয়েছিল৷ সেখানে গতকালই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে তাঁকে৷ আজ শনিবার জাতীয় পতাকায় মোড়া তাঁর কফিনবন্দি মরদেহ বিশ্রামগঞ্জের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম৷ বিশ্রামগঞ্জেই আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷
এদিকে ত্রিপুরা-সন্তান সেনা জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় শোক ব্যক্ত করে তাঁর আত্মীয় পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী তাঁর টুইট হ্যান্ডলে লিখেছেন, ভারতমাতার বীর সন্তান, রাজ্যের গর্ব, বিজয় দেববর্মার মহান আত্মবলিদানকে আমার সহস্র প্রণাম৷ দেশের সেবা করতে গিয়ে এই জওয়ানের আপসহীন বীরত্ব শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকবে৷ শহিদ বিজয় দেববর্মার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷
এদিকে শহিদ বিজয় দেববর্মার পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, গত ২২ মে তিনি কর্তব্যরত অবস্থায় মাথায় আঘাত পান৷ এর পর তাঁকে অরুণাচল প্রদেশে সেনা হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ কিন্তু তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে গুয়াহাটিতে স্থানান্তর করেন চিকিসকরা৷ গত বুধবার তিনি প্রয়াত হয়েছেন৷ ওই সদস্যের কথায়, গুয়াহাটি থেকে বিমানে তাঁর মরদেহ প্রথমে কলকাতা নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে শুক্রবার রাতে আগরতলায় আসে৷ আগরতলা বিমান বন্দর থেকে সেনা জওয়ানরা সতীর্থের কফিনবন্দি দেহ আর্মি ক্যাম্পে নিয়ে যান৷ সেখানে তাঁকে সেলামি দেওয়া হয়৷ আজ সকালে তাঁর কফিনবন্দি মরদেহ বাড়িতে নিয়ে এসে হয়েছে৷ জওয়ানের মরদেহ বাড়িতে পৌঁছনোর পর তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি গোটা গ্রামই প্রায় কান্নায় ভেঙে পড়ে৷ এলাকাবাসী তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছেন৷ বাড়ির পাশেই শহিদ বিজয় দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷

