গুয়াহাটি, ৪ জুন (হি.স.) : আশঙ্কা অনুযায়ী অসমে ১৯০০-এর ঘর অতিক্রম করেছে করোনা ভাইরাসে আক্ৰান্তের সংখ্যা। বৃহস্পতিবার এই খবর লেখা পর্যন্ত নতুন আরও ১১১ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণের রেজাল্ট পজিটিভ এসেছে। এ নিয়ে রাজ্যে কোভিড-১৯-এ আক্ৰান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৮৮। এছাড়া আজ আরও ২৯ জনের কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসায় বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। ২৯ জনকে ছুটি এবং নয়া ১১১ জনের যোগ-বিয়োগ করে রাজ্যে এখনও পজিটিভ সক্রিয় রোগীর সংখ্যা ১,৫৩৯।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে তৃতীয় টুইট করে এই খবর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জানান, নতুন ১১১ জনের মধ্যে সর্বোচ্চে হোজাই জেলা। তিনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতা দেখা গেছে, হোজাইয়ের ৪৬, ওদালগুড়ির ২৮, ১১ জন কামরূপের, ১০ জন নগাঁওয়ের ৫ জন মরিগাঁওয়ের ৩ জন নলবাড়ির, ৩ জন গোয়ালপাড়ার, ২ জন গোলাঘাটের ২ জন যোরহাটের এবং ১ জন ধুবড়ি জেলার বাসিন্দা।
আজ এখন পর্যন্ত ১৫৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গতকাল সৰ্বাধিক ২৬৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছিল। গত ১৩ মে থেকে আজ এখন পর্যন্ত মোট ১,৯০৭ জন আক্ৰান্ত হয়েছেন এই মারণ কোভিড-১৯ সংক্রমণে।