নয়াদিল্লি, ৪ জুন (হি. স.): করোনা রোধে দেশজুড়ে লকডাউন চলাকালীন দিল্লির নিজামুদ্দিনে আয়োজিত তবলীগী জামাতের মরকজে অংশগ্রহণ করার অপরাধে ২২০০ বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। আগামী দশ বছর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কোনও পরিস্থিতিতেই তাদেরকে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না।কারণ তাদের আর ভারতীয় ভিসা দেওয়া হবে না।
এর আগে চলতি বছরের এপ্রিলে তবলীগীদের গতিবিধিতে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ এর জেরে ৯৬০ জন বিদেশিদের ব্ল্যাকলিস্টেড বা কালো তালিকাভুক্ত করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্র থেকে জানতে পারা গিয়েছে ২২০০ বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছে নাইজেরিয়া, শ্রীলংকা, কেনিয়া, জিবুতি, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল, মালির মতন দেশের বাসিন্দারা। তেলেঙ্গানা থেকে উত্তর প্রদেশ এবং বিহার ও ঝাড়খন্ড মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৭০০ টি মসজিদে এই বিদেশী নাগরিকরা লুকিয়ে ছিল। এদের বেশিরভাগই টুরিস্ট ভিসা রয়েছে। প্রশাসনের তৎপরতায় এদেরকে উদ্ধার করে কোয়ারান্টিনে রাখা হয়।