হোজাই (অসম), ৩ জুন (হি.স.) : মঙ্গলবার মধ্য রাতে অসমের হোজাইয়ে চেন টেনে ট্রেন থেকে নেমে পালিয়ে যায় ভিন রাজ্য থেকে আগত ৬০ জন যাত্ৰী। তার পর বহু খোঁজখবরের পর বুধবার সকালে তাদের চিহ্নিত করে ধরতে সক্ষম হয়েছে হোজাইয়ের ডিআরপিএফ এবং রেল পুলিশ।
জানা গেছে, মুম্বই থেকে ডিব্ৰুগড়গামী শ্ৰমিক স্পেশাল ট্ৰেন রাত ১টা ৫৫ নাগাদ হোজাইয়ের শিববাড়ি লেভেল ক্ৰসিংয়ে পৌঁছতেই কোনও এক যাত্ৰী ট্ৰেনের চেন টেনে দাঁড় করিয়ে দেয়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এর সঙ্গে সঙ্গে জড়িত ৫৫ জনকে আটক করে পুলিশ। ৬০ জনের মধ্যে প্ৰথমে ৫ জন সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তার পর পলাতক ৫ জনকেও আজ বিকেলের দিকে ধরতে সক্ষম হয় রেল পুলিশ। ধৃতদের মধ্যে ৩১ জন হোজাইয়ের মোড়াঝাড় এলাকার, ১৬ জন লংকার, ২ জন যমুনামুখ, ২ জন হোজাই, ৪ জন ডবকা এবং একজন কারবি আংলঙের খেরনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এদের সকলকেই হোজাইয়ের সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত হোজাই জেলায় এখন পর্যন্ত ১৮১ জন অতিমারি কোভিড-১৯ সংক্রমণে আক্ৰান্ত হয়েছেন।