নয়াদিল্লি, ২ জুন (হি. স.): ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা দিনকে দিন বাড়ছে। শুধুমাত্র মঙ্গলবারেই সুস্থ হয়ে উঠেছে ৩৭০৮। ফলে রিকভারি রেট ছাড়িয়ে গিয়েছে ৪৮ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যুগ্মসচিব লভ আগারওয়াল জানিয়েছেন, দেশে করোনা মৃত্যুর ৭৩ শতাংশ হচ্ছে সেই সকল মানুষ যারা মধুমেয়, হৃদযন্ত্রের অসুস্থতা এবং শ্বাসকষ্ট রোগে জর্জরিত। আক্রান্ত হওয়া মাত্র ১০ শতাংশের মধ্যে ৫০ শতাংশ মৃত্যু লক্ষ্য করা গিয়েছে। ফলে এইসব রোগে আক্রান্ত রোগীদের আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। ১৫ এপ্রিল যেখানে মৃত্যুর হার ৩.৩ শতাংশ ছিল সেখানে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২.৮ শতাংশ। করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের সাত নম্বর স্থানে রয়েছে ভারত।কিন্তু এই ভাবে মূল্যায়ন করাটা ঠিক নয়। ভারতের জনসংখ্যার নিরিখে এর মূল্যায়ন করা উচিত। বিশ্বের এমন ১৪ টি দেশ রয়েছে যাদের জনসংখ্যা ভারতের আশেপাশে। তা সত্বেও সেখানে আক্রান্তের সংখ্যা ভারতের তুলনায় ২২.৫ শতাংশ বেশি।মৃতের হার ৫৫. ৫ শতাংশের বেশি। বর্তমানে করোনা মোকাবিলায় দেশে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় খুব ভালো পর্যায়ে রয়েছে।মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।
2020-06-03