পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস

নয়াদিল্লি, ৩ জুন (হি. স.):  পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালো কংগ্রেস। পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে ট্রেনে করে বাড়ি পাঠানোর যে দাবি কেন্দ্র করেছে তা ভিত্তিহীন। সরকারের মিথ্যে দাবির থেকে পর্দা খসে পড়েছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সলিসিটর জেনারেল জানিয়েছিলেন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ট্রেনের ভাড়া রাজ্য সরকারগুলি থেকে নেওয়া হয়েছে। সেখানে কোথাও কেন্দ্রের কোনও উল্লেখ করা হয়নি।

কখনই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা কেন্দ্র দেখায়নি বলে দাবি করেছে কংগ্রেস। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি জানিয়েছেন, এদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সলিসিটর জেনারেল মেনে নিয়েছেন যে গরীব এবং পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে বাড়ি ফেরানোর জন্য শুরু থেকে রাজনীতি করে গিয়েছে কেন্দ্র।শুধুমাত্র আর্থিকভাবে লাভবান হবার জন্যই রেল চালিয়েছে কেন্দ্র। ট্রেনের ভাড়ার টাকাটা গরিবের এবং রাজ্যগুলির থেকে উসুল করা হয়েছে। নিজেদের কর্তব্য পালন না করে বিজেপি সরকার মিথ্যার আশ্রয় নিয়েছে। রেলভাড়া ৮৫ শতাংশ ভর্তুকির কথা যে কেন্দ্র এতদিন বলে আসছিল আদালতে গিয়ে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে দাবি করে আসছিল তা যে বিভ্রান্তি মূলক সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। অবিলম্বে পদত্যাগ করা উচিত রেলমন্ত্রীর।

মোদী সরকার পরিযায়ীদের বাড়ি ফেরানোর জন্য একটা টাকাও খরচ করেনি।উল্টে পানীয় জল এবং খাবার সরবরাহের জন্য বাড়তি ৩০ টাকা এবং অতিরিক্ত সুপারফাস্ট শুল্ক ২০ টাকা ধার্য করেছে। অভিষেক মনু সিংভি আরও জানিয়েছেন, বিজেপি সরকারের প্রতি বীতশ্রদ্ধ এবং অবিশ্বাস থেকেই ধৈর্য হারিয়ে মানুষ পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ত্রাণ এবং আশ্রয় পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। নিজেদের ব্যর্থতা বিজেপি সরকার পরিযায়ীদের উপর চাপিয়ে দিয়েছে। ট্রেনের মধ্যে ন্যূনতম সুবিধা ও স্বচ্ছন্দটুকু ছিল না। এর মধ্যেই পরিযায়ীদের  যাতায়াত করতে হয়েছে। ট্রেন থেকে নামানো লাশ তার পরিচয় বহন করে।ট্রেনের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা করা হয়নি।প্রায় প্রতিটি ট্রেন প্রায় ৮ ঘণ্টা দেরিতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *