নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ মঙ্গলবার রাজ্যেও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে শ্রী শ্রী বাবা লোকনাথ ঠাকুরের ১৩০তম তিরোধান দিবস পালিত হয়৷ এ উপলক্ষ্যে লক্ষীনারায়ণ বাড়ি রোডস্থিত লোকনাথ মন্দির সহ অন্যান্য মন্দিরেও বাবা লোকনাথ ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষ্যে বিশেষ পূজাচর্চনার আয়োজন করা হয়৷ লকডাউনের নিয়মকানুন মেনেই ভক্তরা মন্দিরে আসেন৷
সে ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার চিত্র ছিল লক্ষ্যনীয়৷ তিরোধান দিবস উপলক্ষ্যে বিশেষ পূজার্চ্চনা ও যজ্ঞের আয়োজন করা হলেও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হযনি৷ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কোভিড-১৯ মোকাবেলায় সরকারি বিধি নিষেধ আরোপ তাকার কারণেই এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন৷