নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বটরসি এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম রিংকু দেবনাথ৷ জানা যায়, ঐ যুবক সুকটি নিয়ে দ্রুত বেগে যাচ্ছিল৷ হঠাৎতই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে সুকটির৷
তাতে সুকটি নিয়ে ছিটকে পড়ে চালক৷ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে নিযে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে৷ ততক্ষণে সে আর বেঁচে নেই৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ চালকের দ্রুত গামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ ধর্মনগর থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনাস্থলে থেকে সুকটিটি উদ্ধার করেছে পুলিশ৷