নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ এপ্রিল৷৷ ৩১ মে আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস৷ এই উপলক্ষ্যে আগরতলায় রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ এদিন সকালে ক্যান্সার হাসপাতালে আয়োজিত আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অরুপ রায় বর্মন বলেন, তামাক সেবনের ফলেই বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারে আক্রান্ত হন৷
মানুষ সেকারণে তামাক সেবন সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে৷ তামাক সম্পর্কে সচেতন হলেই ক্যান্সারের ভয়াবহ আক্রমন থেকে সহজে রক্ষা ফিরবে৷ যুব সমাজকে তামাকের ভয়াবহতা থেকে মুক্ত করতে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছা সেবী সংস্থা ও সামাজিক সংস্থাকে ব্যাপক প্রচারাভিযানে সামিল হতে তিনি আহ্বান জানিয়েছেন৷ উল্লেখ্য, লকডাউন জনিত কারণে এবছর তামাক বিরোধী দিবস উপলক্ষ্যে বড় ধরনের কোনো র্যালি বা আলোচনাচক্রের আয়োজন করা হয়নি৷

