এক ঘন্টার বৃষ্টিতেই রাজপথ জলমগ্ণ, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ বর্ষা সমাগত প্রায়৷ অতীতের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজধানী আগরতলা শহর সহ পার্শবর্তী এলাকার বাসিন্দারা৷ কেননা সামান্য বৃষ্টিতেই রাজধানী আগরতলা শহরের নিচু রাস্তাঘাট জলের তলায় ডুবে যায়৷ জলে থৈ থৈ করে গোটা এলাকা৷ বানভাসি রাজধানী আগরতলা শহর এলাকার জনগণের এই তথ্য অভিজ্ঞতা এবারও কি ফিরে আসবে, সেই প্রশ্ণই মাথাচাড়া দিয়ে উঠছে৷


রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার আগরতলা শহর এলাকাকে বানভাসি অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল৷ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজে আগরতলা শহর এলাকার বানভাসি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন৷ তিনি আগরতলা বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু’’বছরের মধ্যেই আগরতলা শহর এলাকাকে বানভাসি অবস্থা থেকে উত্তরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন৷ বিপ্লব দেব এর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে দুই বছর তিন মাস অতিক্রান্ত হতে চলল৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানী আগরতলা শহর এলাকাকে বানভাসি পরিস্থিতি থেকে মুক্তি দিতে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷ জল নিষ্কাশনের ড্রেন সংস্কারসহ বসানো হয়েছে উন্নত মানের পাম্প মেশিন৷ তাতে ইতিমধ্যেই আগরতলা শহর এলাকার জল নিষ্কাশনি ব্যবস্থার অনেক বেশি উন্নয়ন ঘটেছে৷


ইতিমধ্যেই এর সুফল ভোগ করতে শুরু করেছেন আগরতলা শহর এলাকার জনগণ৷ বাস্তব সমস্যার দিকে পেছন ফিরে তাকালে দেখা যায় রাজধানী আগরতলা শহর এলাকায় জনবসতি দিন দিন বেড়ে চলেছে৷ এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ি করে সংখ্যা দ্রুত বাড়ছে৷ বৃষ্টি হলে দ্রুত জল নিষ্কাশনের বিষয়টি প্রশ্ণচিহ্ণ এসে দাঁড়িয়েছে৷ পুকুর ও জলাশয় পরপর ভরাটের পর সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে৷ পরিস্থিতি যতই সংকট হোক না কেন তা মোকাবেলা করাই হলো সরকার ও প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য৷ সে কথা মাথায় রেখেই সরকার ও প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে৷ সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় শনিবার ভোররাত থেকে বৃষ্টির ফলে রাজধানী আগরতলা শহর এলাকার বিভিন্ন রাস্তা ঘাটে জল জমে যায়৷ বেশ কিছুক্ষণ রাস্তাঘাটে জল দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ এদিকে জল নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত করার জন্য যেসব উন্নত মানের পাম্প মেশিন বসানো হয়েছে সেগুলো চালানো হয়৷ এর ফলে দ্রুত জল নামতে শুরু করে৷


ঘন্টা দুয়েকের মধ্যেই নিম্নাঞ্চল থেকেও জল সরে যায়৷ যেসব জায়গায় হাঁটুজল কিংবা কুমর জল মানুষজনকে রাস্তা পারাপার হতে হতো সেসব তিক্ত অভিজ্ঞতার দিকে ফিরে তাকালে মানুষ আজ অনেকটাই স্বস্তির পথে অগ্রসর হচ্ছেন৷ আগরতলা শহর এলাকায় বসবাসকারী জনগণের কাছ থেকে এ বিষয়ে মতামত জানতে চাইলে শনিবার তারা জানান বুধবার ভোররাত থেকে বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় জল জমে গিয়েছিল৷ উন্নত মানের মেশিন গুলো চালানোর ফলে কিছুক্ষণের মধ্যেই রাস্তা থেকে জল নেমে যায়৷ ফলে তারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন৷ নিকাশি ব্যবস্থা কে আরো উন্নত করার জন্য দাবি জানিয়েছেন শহরবাসী৷ পাশাপাশি রাজধানী আগরতলা শহরের যেসব নিচু রাস্তা রয়েছে সেগুলো আরো উঁচু করার জন্য দাবি জানিয়েছেন তারা৷ একইসঙ্গে আগরতলা শহর এলাকার জল নিষ্কাশন এর ড্রেইন গুলির নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দিতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন শহর এলাকার জনগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *