আমবাসায় ফায়ারস্টেশনে ব্যারিকেট ঘিরে বিস্ময়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ শনিবার থেকে আচমকা ধলাই জেলার আমবাসায় অগ্ণিনির্বাপক পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে৷ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এর নির্দেশে অগ্ণিনির্বাপক অফিসের সামনে বেরিকেট দিয়ে দেওয়া হয়৷


জানা যায় আমবাসা অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে৷ এখনো রিপোর্ট আসেনি৷ সেই কারণেই আমবাসা অগ্ণিনির্বাপক দপ্তরের যাবতীয় পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে৷ অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা করোনা ভাইরাস সংক্রমণে সংক্রমিত হওয়ার আশঙ্কা করে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে৷ অগ্ণিনির্বাপক দপ্তরের পরিষেবা বন্ধ করে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই আমবাসা সহ পার্শবর্তী এলাকাগুলোতে জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷


একটি গুরুত্বপূর্ণ পরিষেবা এভাবে বন্ধ করে দেওয়া হলে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটে গেলে বিপদজনক আকার ধারণ করতে পারে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে ধলাই জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান জরুরি প্রয়োজন হলে আপৎকালীন পরিষেবা হিসেবে মনু ও সালেমা থেকে পরিষেবা প্রদান করা হবে৷ দপ্তর কর্মকর্তারা এ ধরনের বক্তব্যকে দায়সারা বক্তব্য বলে অনেকেই মন্তব্য করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *